সুন্দরবনের ইতিহাস (১ম খণ্ড)


বইয়ের নাম : সুন্দরবনের ইতিহাস (১ম খণ্ড) 
সম্পাদনা : রাজিব আহমেদ 
প্রকাশক : গতিধারা, ঢাকা 
প্রকাশকাল : ২০১২ । পৃষ্ঠা : ৬০০  
আকার : অক্টাভো । দাম : টাকা ৭৫০.০০ 

মোট বায়ান্নো জন লেখকের প্রবন্ধ স্থন পেয়েছে বইটিতে যার মধ্যে দুটো লেখা সতীশচন্দ্র মিত্রের লেখা। লেখার ধরন দেখে মনে হবে, সতীশ মিত্র বোধহয় প্রবন্ধ লিখতেন। আসলে তাঁর যশোহর খুলনার ইতিহাস বই থেকে নেয়া হয়েছে লেখা দুটো। কিন্তু কোনো সূত্র উল্লেখ করা হয়নি। খসরু চৌধুরীর লেখা আছে দুটো। তেমনি করে লেখা আছে রেজা খান, ধুর্জটিপ্রসাদ নস্কর, সচীন দাস, কল্যাণ চক্রবর্তী, শরীফ খান, ইনাম-আল-হক, হুমায়ুন খান, সুনীল গঙ্গোপাধ্যায়, বিলু কবীর, এএফএম আব্দুল জলীল, মৃত্যুঞ্জয় রায়, ইফতেখার মাহমুদসহ অনেকেরই। বইখানাকে লেখা চুরির এক মচ্ছব বলা যেতে পারে। যাঁদের লেখা এই বইতে ছাপা হয়েছে তাঁরা কেউই জানেন না যে তাঁদের লেখা এই বইতে রয়েছে। সম্পাদক লেখাগুলো নেয়ার সময় এবং প্রকাশক ছাপাবার সময় কোনো অনুমতির ধার ধারেননি, সম্মানি তো বহুদূরের কথা। এ ধনের জোচ্চুরি এদেশে শুধু হালালই নয়, সম্পাদক ও প্রকাশক রীতিমতো সম্মান ও কৃতজ্ঞতা দাবি করে থাকেন। কোনো সভ্য দেশ হলে ওদের দুজনকেই জেলের ঘানি টানতে হতো। তবে যাঁরা সুন্দরবন সম্পর্কে জানতে বেশি বইপত্র পড়তে চান না। পত্রপত্রিকাও খুলে দেখতে চান না, তাঁদের জন্য এই বই সব লেখা এক জায়গায় এনে দিয়েছে।