সুন্দরবনের ইতিহাস (২য় খণ্ড)


বইয়ের নাম : সুন্দরবনের ইতিহাস (২য় খণ্ড) 
লেখক : কানাইলাল সরকার 
প্রকাশক : রূপকথা প্রকাশন, গোসাবা 
প্রকাশকাল : ২০১৫ । পৃষ্ঠা : ১৬৪ 
আকার : অক্টাভো । দাম : রুপি ৩০০.০০ 

প্রথম খণ্ডের মতো দ্বিতীয় খণ্ডও একগুচ্ছ প্রবন্ধের সমাহার। আগের খণ্ডে বিবৃত লেখক পরিচতিতে জানা গিয়েছিলো যে লেখকের বাড়ি সুন্দরবনের হাসিলকৃত এলাকা গোসাবায়, যা একদা সুন্দরবনের ভেতরেই ছিলো। এ খণ্ডে এসে আমরা জানতে পারছি যে, লেখক একটানা ২২ বছর সুন্দরবন নিয়ে কাজ করার পর এ গ্রন্থটি লেখার উৎসাহ পেয়েছেন। এ খণ্ডে মৎস্যজীবীদের জীবন-জীবিকা, গোসাবার ইতিহাস, পঞ্চায়েতের কার্যক্রম, রবীন্দ্রনাথের সুন্দরবন ভ্রমণ, সুন্দরবন ভ্রমণকাহিনী, সুন্দরবনে কাজ করেছেন এমন বিখ্যাত ব্যক্তিদের পরিচিতি ইত্যাদি স্থান পেয়েছে। একটা অসাধারণ অধ্যায় হলো, সুন্দরবনের গাছপালার ঔষধি গুণ বিশ্লেষণ। জেনে রাখা ভালো, প্রথম খণ্ডের মতো এ খণ্ডও মূলত ভারতীয় সুন্দরবনের উপর আলোকপাত করেছে। পড়তে ভালোই লাগবে।