Biodiversity of Mangroves

 
বইয়ের নাম : Biodiversity of Mangroves 
লেখক : A.B. Chaudhuri 
প্রকাশক : Daya Publishing House, Delhi 
প্রকাশকাল : 2007 | পৃষ্ঠাসংখ্যা : 332 
আকার : Octavo । মূল্য : INR 1,695.00 

সাধারণত সরকারি কর্মকর্তাদের লেখা বইপত্র হয় খটোমটো সরকারি প্রেসনোটের মতো, অথবা অন্যের লেখার কাট-পেস্ট। বছর দুয়েক আগে ২ হাজার টাকা দিয়ে বন বিভাগের এক ভীষণ কর্মকর্তার লেখা বই কিনে মনে হয়েছিলো এর চেয়ে দুই হাজার টাকার কটকটি কিনে খেলেও লাভ হতো। সৌন্দর্য্যজ্ঞানহীন, হুবহু কপি করা তথ্য দিয়ে ভরা বইটি গত দুই বছরে একবারই খুলে দেখেছি। দ্বিতীয়বার পড়ার রুচি হয়নি। কিন্তু এবি চৌধুরী তেমন নন। তিনি চাকরি করতেন ভারতীয় বন বিভাগের পরিচালক পদে। কিন্তু বন আর পরিবেশকে দেখেছেন অন্তরের দৃষ্টি দিয়ে, বৈজ্ঞানিক মনীষা মাথায় রেখে। হয়তো বিরল সংগ্রামের ১৯২০’র দশকে জন্মেছেন বলেই এমন হয়েছে। বইটির প্রথম ভাগে এনেছেন গ্রীষ্মমণ্ডলীয় বনের সঙ্গে বাদাবনের পার্থক্য, সুন্দরবনের উদ্ভিদ ও প্রাণী, মানুষ বনাম বন্যপ্রাণীর সংঘর্ষ ও সংরক্ষণের বিষয়গুলো। দ্বিতীয়ভাগে রয়েছে আন্দামান ও নিকোবরের বাদাবনের পরিচিতি, উদ্ভিদ-প্রাণী ও সংরক্ষণের কৌশলসমূহ। বাদাবনের বৈজ্ঞানিক ও ব্যবস্থাপনাগত দিক বোঝার জন্য গুরুত্বপূর্ণ বই এটি।